নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পুলিশ সুপার উদ্যোগে গভীর রাতে শীতার্থ জেলে সম্প্রদায়ের মাঝে ছুটে গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের মেঘনাপাড়ের ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে দু’শতাধিক শীতার্থ জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তাফা স্বপন, সদর সার্কেল সোহেল রানা, ডি আই ওয়ান আজিজুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলেরা বলেন,আমাদের এখানে ২২০ টি জেলে পরিবার রয়েছে। এর মধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। এছাড়া ২৫ টি পরিবারকে সরকার ঘর দিয়েছে৷ ১৮০ টি পরিবার নৌকাতেই বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সব আচার অনুষ্ঠান নৌকাতেই হয়ে থাকে।পুলিশ সপুার মহোদয় আমাদের সবগুলো পরিবারকে কম্বল দিয়েছেন। আমরা উপকৃত হয়েছি, আমাদের শীতের কস্ট লাঘব হবে। আমরা সবাই অনেক খুশি হয়েছি।