শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের জন্য বিশষ দোয়ার আয়োজন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র   লক্ষ্মীপুরে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে যুবলীগ নেতার খাবার বিতরণ করেন লক্ষ্মীপুরে শ্রমজীবী কর্মহীন ও পথচারিদের মাঝে খাবার বিতরণ করেন পৌর মেয়র দেশব্যাপী জামায়াত,বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ কোটা ব্যবস্থা সংস্কার লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করলেন পারুল এমপি বিনামূল্যে ৮ শতাধিক রোগীর চিকিৎসা সেবা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে-আবু হেনা মোরশেদ

লক্ষ্মীপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:  জমকালো আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে রাতব্যাপী শর্ট পিচ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এম.কে. মোজাইকের সহযোগিতায় ও বাগবাড়িয়ানদের আয়োজনে জে, বি রোডস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দেখকে ভিড় জমায় কয়েক শত দর্শক। চার হাঁকালে বা আউটের সময়ে করতালি আর চিৎকার ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান দর্শকরা। এদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর ও যুবক। আর এসব কিশোর-যুবাদের সঙ্গে রাত জেগে খেলা উপভোগ করলেন ক্রীড়ামোদি প্রবীণরাও। তারাও খেলার জমজমাট মুহূর্তগুলোতে করতালিতে সরব ছিলেন দর্শক সারিতে।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে এমনই এক প্রাণবন্ত মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক জহিরুল ইসলাম শিবলু, ইউনিয়ন ব্যাংক জকসিন শাখার ম্যানেজার মোহাম্মদ রেজাউল হাসান টিটু, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইবনে জিসাদ আল নাহিয়ান, কেয়ার স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুজিবুর রহমান, এম.কে.মোজাইকের পরিচালক রিয়াদ মিঝি, কামরুল হাসান শুভ, স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. রিয়াদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শিমু রেজা, বিশিষ্ট সমাজ সেবক মো. শাকিল মোহন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ, সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম-আহবায়ক আবদুল্ল্যাহ আল মামুন জুয়েল, সাংবাদিক মেহরাজ উদ্দিন রবিন।
ব‍্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাতে উৎসবমুখর পরিবেশে এই ক্রিকেট টুর্নামেন্ট দেখে আমি অভিভূত। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উপহার। ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি আজকের এই খেলার মাঠে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধূলায় আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছি।
এর আগে করিমুল হক কনক কারি ও  মো. আলমের শ্রুতিমধুর ধারাভাষ‍্যে অনুষ্ঠিত টুর্নামেন্টে আম্প‍্যায়ার হিসাবে দায়িত্ব পালন করে আয়োজক কমিটির সদস্যরা। এই টুর্নামেন্টে চেয়ারম্যান একাদশের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্র্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় খন্দকার একাডেমী।
ম্যাচ শেষে মঙ্গলবার সকালে আয়োজক কমিটির উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
এ বিষয়ে আয়োজক কমিটির সদস‍্য সানি, ফয়সাল ও রাসেল জানান, মূলত সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তরুণদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়েছে। মোট ২৪টি দল খেলায় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু ও শেষ হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102