নিজস্ব প্রতিনিধি; লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় ওসি আনোয়ারকে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক সঠিকভাবে দায়িত্ব পালন করায় ওসি সাইফুদ্দিন আনোয়ারকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, মেডিকেল অফিসার মো. বাকী বিল্লাহ, ডিআইও-১ মো. আজিজুর রহমানসহ প্রমুখ।