নিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে রবিবার (১৪জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে নির্বাচিত এমপিদের অভিনন্দন জানান সবাই। এছাড়া সভায় শহরের যানযট নিরসন, দূর্নীতি প্রতিরোধে করনীয় ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু, পুলিশ সুপার তারেক বিন রশীদ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, এন এস আই এর উপ পচিালক বশির আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ সরকারি-ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।