Dhaka , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: ডিসি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুরের ৪ টি আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি ৪ টি আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ সকল প্রার্থীর প্রাপ্ত ভোট ঘোষণাকালে বলেন, লক্ষ্মীপুরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী কাজে নিয়োজিত পুলিশ সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। সকল প্রার্থী ভোটার সহ লক্ষ্মীপুরবাসিকে আমি ধন্যবাদ জানাই। একই সাথে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসি।

রিটার্নিং কর্মকর্তা জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ড. আনোয়ার হোসেন খান বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৮৫টি ভোটকেন্দ্রের সবকয়টির ফলাফল অনুযায়ী ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট। ড. আনোয়ার হোসেন খান ২১ হাজার ৯৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের আরও তিনটি আসনের ফলাফল দেওয়া হয়েছে এদিন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন: মোট ভোটকেন্দ্র ১৪৬টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন:মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু নৌকা প্রতীক নিয়ে ৫২হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি ট্রাক প্রতীক অধ্যক্ষ এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন: মোট ভোট কেন্দ্র ১২১ টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল্লাহ (ঈগল প্রতীক)। নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমান প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: ডিসি

Update Time : ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুরের ৪ টি আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি ৪ টি আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ সকল প্রার্থীর প্রাপ্ত ভোট ঘোষণাকালে বলেন, লক্ষ্মীপুরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী কাজে নিয়োজিত পুলিশ সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। সকল প্রার্থী ভোটার সহ লক্ষ্মীপুরবাসিকে আমি ধন্যবাদ জানাই। একই সাথে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসি।

রিটার্নিং কর্মকর্তা জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ড. আনোয়ার হোসেন খান বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৮৫টি ভোটকেন্দ্রের সবকয়টির ফলাফল অনুযায়ী ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট। ড. আনোয়ার হোসেন খান ২১ হাজার ৯৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের আরও তিনটি আসনের ফলাফল দেওয়া হয়েছে এদিন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন: মোট ভোটকেন্দ্র ১৪৬টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন:মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু নৌকা প্রতীক নিয়ে ৫২হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি ট্রাক প্রতীক অধ্যক্ষ এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন: মোট ভোট কেন্দ্র ১২১ টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল্লাহ (ঈগল প্রতীক)। নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমান প্রমুখ।