নিউজ : লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতা ইসমাইল হোসেন চৌধুরীর ৫৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে দলীয় নেতা-কর্মীরা। এই সময় সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোয়ারী, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জয়নাল আবেদীন রিগান। সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুল হক মাহবুব এর পরিচালনা এতে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা কৃষক লীগ আহ্বায়ক আব্দুল্লাহ সিয়াম সহ পৌর সভা প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে আওয়ামীলীগ নেতার জম্মদিন পালন করে ফুলেল শেভেচ্ছা বরণ কররন নেতা কর্মীরা, ইসমাইল হোসেন চৌধুরী রাজনৈতিক বর্নাঢ্য জীবনের জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২৮ বছর সচ্ছতার সহিত দায়িত্ব পালন করেন তিনি, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।