বিএম সাগর: আ.লীগের কর্মীরা অভিমানী কিন্তু বেইমান নয়: পিংকু
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিমানী হয়। কিন্তু কখনও বেইমান হয় না। আমার বিশ্বাস অভিমানী নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কার জয় করতে শীঘ্রই নির্বাচনী মাঠে ফিরে আসবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারি বাজারে নির্বাচনী প্রচারণায় জনসভায় পিংকু তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য এ মন্তব্য করেন।
পিংকু আরও বলেন, একসময় এ অঞ্চল সন্ত্রাসী জনপদ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ অঞ্চলের মানুষ শান্তিতে ঘুমাইতে যাইতে পারে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারণে, দেশব্যাপী উন্নয়ন হয়েছে। এজন্য শেখ হাসিনাকে পুর্নরায় ক্ষমতায় রাখতে নৌকা মার্কা ভোট চাইলেন পিংকু।
নির্বাচনীয় এ জনসভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, কেন্দ্রীয় যুবলীগের নেতা সামছুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা শোয়েব হোসেন ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম ভুলু, রাকিব হোসেন লোটাস,ইউনুছ হাওলাদার রুপম প্রমুখ।