বিএম সাগর লক্ষ্মীপুর: আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। কেউ কাউকে হুমকি মনে করার কিছুই নেই। আমরা সবাই জনগণের জন্য কাজ করতে এসেছি। দেশ ও সমাজের জন্য উন্নয়ন করতে। কিভাবে দেশকে উন্নত করা যায়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন- একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারনে আমার প্রার্থীতা নিয়ে জটিলতা দেখা দেয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমি আমার প্রার্থীতা ফিরে পায়। রায়পুরবাসীর দোয়া ও ভালোবাসা সবসময় আমার সঙ্গে আছে। (আজ) জেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমার প্রতীক ঈগল বরাদ্দ নিই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন- প্রধানমন্ত্রী আমাদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। জনগণের জনপ্রিয়তায় যাচাই-বাছাই করে তোমরা ভোটের মাধ্যমে বিজয় হয়ে আসো। এটা ওনার অনেক বড় মহৎ। তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন এটাই তার বড় প্রমাণ। ওনার এ গুলোর কারনেই আমার নির্বাচন করা।
জনগণের জন্য আমার প্রতিশ্রুতির শেষ নেই। জনগণের জন্য তো আমাদের নির্বাচনে আসা। শতভাগ আশা করছি এ নির্বাচনে আমাদের বিজয় হবে। এ রায়পুর আসনের প্রতিটি গ্রাম আমার চিনা আছে। এ আসন থেকে আমার স্বামী কাজী শহিদুল ইসলাম পাপুল নির্বাচন করছে। তখন আমি সকল ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে গেছি। আমার স্বামীর পক্ষে কাজ করছি। এখনও এখানকার জনগণ আমাকে ফোন করে।
এ দিন বিকেলে সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম তার প্রতীক ঈগল বরাদ্দ নেন।