Dhaka , রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক ও নারীকে লাঞ্চিত করার দায়ে, মামলা লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটে,পুলিশ-সাংবাদিক প্রবেশে লাগবে অনুমতি! লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার দুটিই খুব জরুরি-এ্যানী লক্ষ্মীপুরে যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে লক্ষ্মীপুরে আদালত কর্তৃক হেবাকৃত দলিল বাতিল হওয়ায় বাদীকে প্রাণনাশের হুমকি প্রতিবাদ লক্ষ্মীপুরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের  শিশুদের বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন

 তুচ্ছ ঘটনায় দাদাকে পিটিয়ে আহত করলেন হাফেজ নাতী

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদা নুর ইসলাম ও দাদী চম্পা খাতুনকে পিটিয়ে আহত করেছে মাদ্রাসা পড়ুয়া হাফেজ নাতী দিদার আলম। বুধবার সকালে ২০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে সদর উপজেলার চর রুহিতা এলাকার ৮ নং ওয়ার্ডে বশির উল্যাহ্ হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। দিদার একই ইউনিয়নের আবুল বাশার তাহের ও মা নুর জাহান এর ছেলে।
এদিকে দিদার তার দাদার অর্থসম্পদে স্থানীয় মাদ্রাসায় লেখা-পড়া করে হাফেজ হন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবী প্রকাশে হাফেজ দিদার তার দাদী চম্পা খাতুনকে ও দাদা নুর ইসলামকে কানে গালে চৌয়ার থাপ্পরসহ মারধরনের বিষয়টি মেনে নিতে মারেন নাই স্থানীয়রা।
এ ঘটনায় বিচার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে হাফেজ দিদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। অপ্রত্যাশিত ঘটনাটি আগামী শুক্রবার মিমংসা করা হবে জানিয়েছেন জনপ্রতিনিধিসহ হাফেজ দিদার বাবা আবুল বাশার।
স্থানীয়দের দায়েরকৃত অভিযোগে জানা গেছে, জেলার সদর উপজেলার চর রুহিতা এলাকার ৮ নং ওয়ার্ডে বশির উল্যাহ্ হাজী বাড়ীতে তুচ্ছ ঘটনায় আদরের হাফেজ নাতী দিদারের মারধরে আহত হন দাদা ও দাদী । পরে তাদেরকে অশ্লীল ও অসভ্য ভাষায় গালিগালাজ করে সে। অশ্লীল ভাষায় গালিগালাজ করতে নিষেধ করলে দাদা নুর ইসলামকে প্রথমে পরে দাদী চম্পা খাতুনকে বাড়ীর উঠানে ফেলে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে গুরুতর আহত করেন এবং প্রাননাশের হুমকি ধামকি দেন দিদার হাফেজ।
এসময় স্থানীয়রা এসে নুর ইসলাম ও চম্পা খাতুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন। পরে তারা ৯৯৯ নম্বরে অভিযোগ করে পরে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। আহত ৬০ বছরের চম্পা খাতুন জানান, এ ধরনের ঘটনা যাতে পরবর্তীতে এলাকায় কেউ যাতে তাদের নাতী ও সন্তানদের হাতে লাঞ্চিত ও মারধরে নাজেহাল না হন এজন্য আমি গ্রাম্য বৈঠকের আশ্রয় নিয়েছি। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
এ বিষয়ে হাফেজ দিদারের পিতা আবুল বাশার বলেন, হাফেজ দিদার তার ছেলে। দিদার হাফেজ হয়ে তার পিতা ও মাতাকে এভাবে মারধর করবে তা ভেবে উঠতে পারেন নাই তিনি। তার বাবা ও মাকে সম্মান না দেওয়ায় তিনি তার সন্তানকে দিদারকে দুই এক থাপ্পড় মেরে শাসন করেছেন বলে জানায় এ হতভাগা হাফেজ এর বাবা ।
স্থানীয়রা মাতাব্বরা জানান, তুচ্ছ ঘটনায় দাদী ও দাদাকে একজন হাফেজ কর্তৃক মারধরের বিষয়টি এখতিয়ার বহির্ভূত। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে স্থানীয় চর রুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পাটোয়ারীকে বার বার ফোন দেয়া হলেও তিনি রিসিভি করেননি।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

 তুচ্ছ ঘটনায় দাদাকে পিটিয়ে আহত করলেন হাফেজ নাতী

Update Time : ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদা নুর ইসলাম ও দাদী চম্পা খাতুনকে পিটিয়ে আহত করেছে মাদ্রাসা পড়ুয়া হাফেজ নাতী দিদার আলম। বুধবার সকালে ২০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে সদর উপজেলার চর রুহিতা এলাকার ৮ নং ওয়ার্ডে বশির উল্যাহ্ হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। দিদার একই ইউনিয়নের আবুল বাশার তাহের ও মা নুর জাহান এর ছেলে।
এদিকে দিদার তার দাদার অর্থসম্পদে স্থানীয় মাদ্রাসায় লেখা-পড়া করে হাফেজ হন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবী প্রকাশে হাফেজ দিদার তার দাদী চম্পা খাতুনকে ও দাদা নুর ইসলামকে কানে গালে চৌয়ার থাপ্পরসহ মারধরনের বিষয়টি মেনে নিতে মারেন নাই স্থানীয়রা।
এ ঘটনায় বিচার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে হাফেজ দিদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। অপ্রত্যাশিত ঘটনাটি আগামী শুক্রবার মিমংসা করা হবে জানিয়েছেন জনপ্রতিনিধিসহ হাফেজ দিদার বাবা আবুল বাশার।
স্থানীয়দের দায়েরকৃত অভিযোগে জানা গেছে, জেলার সদর উপজেলার চর রুহিতা এলাকার ৮ নং ওয়ার্ডে বশির উল্যাহ্ হাজী বাড়ীতে তুচ্ছ ঘটনায় আদরের হাফেজ নাতী দিদারের মারধরে আহত হন দাদা ও দাদী । পরে তাদেরকে অশ্লীল ও অসভ্য ভাষায় গালিগালাজ করে সে। অশ্লীল ভাষায় গালিগালাজ করতে নিষেধ করলে দাদা নুর ইসলামকে প্রথমে পরে দাদী চম্পা খাতুনকে বাড়ীর উঠানে ফেলে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে গুরুতর আহত করেন এবং প্রাননাশের হুমকি ধামকি দেন দিদার হাফেজ।
এসময় স্থানীয়রা এসে নুর ইসলাম ও চম্পা খাতুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন। পরে তারা ৯৯৯ নম্বরে অভিযোগ করে পরে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। আহত ৬০ বছরের চম্পা খাতুন জানান, এ ধরনের ঘটনা যাতে পরবর্তীতে এলাকায় কেউ যাতে তাদের নাতী ও সন্তানদের হাতে লাঞ্চিত ও মারধরে নাজেহাল না হন এজন্য আমি গ্রাম্য বৈঠকের আশ্রয় নিয়েছি। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
এ বিষয়ে হাফেজ দিদারের পিতা আবুল বাশার বলেন, হাফেজ দিদার তার ছেলে। দিদার হাফেজ হয়ে তার পিতা ও মাতাকে এভাবে মারধর করবে তা ভেবে উঠতে পারেন নাই তিনি। তার বাবা ও মাকে সম্মান না দেওয়ায় তিনি তার সন্তানকে দিদারকে দুই এক থাপ্পড় মেরে শাসন করেছেন বলে জানায় এ হতভাগা হাফেজ এর বাবা ।
স্থানীয়রা মাতাব্বরা জানান, তুচ্ছ ঘটনায় দাদী ও দাদাকে একজন হাফেজ কর্তৃক মারধরের বিষয়টি এখতিয়ার বহির্ভূত। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে স্থানীয় চর রুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পাটোয়ারীকে বার বার ফোন দেয়া হলেও তিনি রিসিভি করেননি।