নিজস্ব প্রতিনিধি:নির্বাচন কমিশনার মোঃ আনিছু রহমান বলেছেন দ্বাদশ নির্বাচন অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশনার। কাউকে খুশি বা অখুশি করার নির্বাচন হবে না। এই নির্বাচনের উপর আমাদের দেশের অনেক কিছু নির্ভর করে।
প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে আমরা কঠোরতার চরম পর্যায় যেতে বাধ্য হই। আমরা প্রার্থীতা বাতিল করবো,ভোট বন্ধ করবো, প্রয়োজনে পুনঃ নির্বাচন করবো, নির্বাচন সুষ্ঠ হতে হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন জন নিরাপত্তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। র্যাব- বিজিবিসহ থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল। কোন ধরনের ঘটনা ঘটলে কমিশন ও প্রশাসন সাথে সাথে ব্যবস্থা নিবে। পাশাপাশি যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে তাদের বিষয়ে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা নির্বাচন অফিসার শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও নির্বাচনেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।