বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর-৩ আসনে ২য় বারের মতো নৌকার মাঝি হলেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।
রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১ডজন জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ২য় বারের মতো গোলাম ফারুক পিংকুকে মনোনীত করে। এ আসনটিতে আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে মরিয়া আওয়ামীলীগ নেতা কর্মীরা।
বর্তমান সংসদ গোলাম ফারুক পিংকু। এই আসনটিতে ২০১৮ সালে,শাহাজান কামাল, ও গোলাম ফারুক পিংকু দুই জনে নৌকার মনোয়ন পেলে কৌশলগত দলের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ মতে ও নির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে মরহুম শাহাজাহান কামলকে সমর্থন করে এবং তাকে নির্বাচিত করেন।
শাহাজাহান কামালের মৃত্যুর পর ২০২৩ সালের নির্বাচনে আসনটি শুন্য হলে উপনির্বাচনের মনোনয়ন পান গোলাম ফারুক পিংকু।
২য় বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের মনোনয়ন বোর্ডে নির্বাচন হন বর্তমান সংসদ গোলাম ফারুক পিংকু। ২য় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তিনি । আওয়ামী লীগের ঘাঁটি এ আসনটিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা গোলাম ফারুক পিংকু আবারও সংসদ সদস্য হবেন বলে সাধারণ ভোটারা জানান।
ভোটারা বলেন, চ্যালিঞ্জিং নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদের উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি টানা ২য় বাবের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এমপিকে মনোনয়ন দেওয়ায়। ইনশাআল্লাহ নৌকা প্রতীকের জয়ের ধারা অব্যাহত থাকবে।
জাতীয় সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। পুনঃরায় আমরা লক্ষ্মীপুর সদর-৩ আসনে নৌকা প্রতীকের বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উপহার দিবো।