নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জুলফিকার আলি মামুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার মেয়ের জামাই রাকিব ও স্ত্রী শাহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ২২ নভেম্বর দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর
(পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,২০২২ সালের ৯ অক্টোবর রাতে জুলফিকার আলি মামুনকে তার স্ত্রী ও মেয়ের জামাই রাকিব মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে। তাদের মধ্যে পরকিয়া সম্পর্ক ছিলো বলে পারিবারিক সূত্রে জানা যায়। ২২ অক্টোবর জুলফিকারের মা ফাতেমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষর প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। ভিকটিম জুলফিকার লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সফি উল্যা পাটওয়ারীর ছেলে। তিনি ঢাকা শহরে পান বিক্রেতা ছিলেন।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর ভিকটিম জুলফিকার আলীর দ্বিতীয় স্ত্রী ও রাকিব হোসেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের হাবিবুল্লাহ চৌধুরীর ছেলে ও ভিকটিমের মেয়ে জামাতা।