নিজস্ব প্রতিনিধি:: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন,দেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী , সেই সংবিধানের ধারাবাহিকতায় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সরকার যথা সময়ে গঠিত হবে। তিনি আজ ৮ই নভেম্বর দুপরে ৬ কোটি ১৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত লক্ষ্মীপুর রামগতি উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আবদুল মান্নান,সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন,জেলা প্রশাসক সুরাইয়া জাহান,পুলিশ সুপার তারেব বিন রশিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ,সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ,পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজো,উপজেলা চেয়ারম্যান সরাফ উদ্দিন আজাদ সোহেল। এরপর তিনি রামগতি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে দেওয়ার কথা রয়েছে।