বিএম সাগর: লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন-জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় পিংকুকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ আসনে উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ১৪ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর।
লক্ষ্মীপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।