লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় দেশীয় অস্রের আঘাতে বড় ভাই সাইফুল আলম নিহত হয়েছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বামনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ৯ টায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত সাইফুল ও অভিযুক্ত দেলোয়ার উপজেলার বামনী ইউনিয়নের মৃধা বাড়ির বাসিন্দা এবং সহোদর ভাই। এ ঘটনায় দুজনকে গ্রেফতার হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এনিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেন হুমকী-ধামকীর অভিযোগ এনে বিকেলে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন। এর পর সন্ধ্যায় স্থানীয় কয়েকজন লোক নিয়ে ঘটনাস্থলে যায় ছোট ভাই দেলোয়ার মৃধা। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে সাইফুল আলমের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তিনি মারা যান।
পরে নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে দেলোয়ার, শিমুল, মোহন সহ ৯ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা হয়েছে। দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।