নিজস্ব প্রতিবেদক :সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে রোববার (১ অক্টোবর) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত।
এছাড়াও ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য এম ছাবির আহমেদ, সেলিম উদ্দিন নিজামী, মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামূখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, প্রবীণদের অধিকার ও সুযোগ-সুবিধা সুরক্ষার জন্য।
এছাড়া সভায় প্রবীণ ব্যক্তিদের পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানাবিধ সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠা আদায়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে এ কর্মসূচিগুলো পালন হয়েছে।