Dhaka , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক বিমানমন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল এমপি‘র মৃত্যুতে পৌর মেয়র মাসুম ভুঁইয়ার শোক

  • Reporter Name
  • Update Time : ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৫ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল মারা গেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ১৯ মিনিটে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। শাহাজান কামালের মৃত্যুতে গভীর শোক  জানিয়ে, মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন  লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে এবং নাতিনাতনিসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় সংসদ প্লাজায় এবং দ্বিতীয় জানাজা হবে শনিবার বাদ আছর লক্ষ্মীপুর সদরের মডেল স্কুল মাঠে।

শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মদের বেয়াই। রাতে শাহজাহান কামালের মৃত্যুর তথ্যটি তার একমাত্র ছেলে ফাহিম কামাল জানান।

এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ফরিদ আহমেদ এবং মাতা মাসুমা খাতুন। তার স্ত্রী ফেরদৌসি কামাল। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

সাবেক বিমানমন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল এমপি‘র মৃত্যুতে পৌর মেয়র মাসুম ভুঁইয়ার শোক

Update Time : ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বিএম সাগর লক্ষ্মীপুর: সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল মারা গেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ১৯ মিনিটে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। শাহাজান কামালের মৃত্যুতে গভীর শোক  জানিয়ে, মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন  লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে এবং নাতিনাতনিসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় সংসদ প্লাজায় এবং দ্বিতীয় জানাজা হবে শনিবার বাদ আছর লক্ষ্মীপুর সদরের মডেল স্কুল মাঠে।

শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মদের বেয়াই। রাতে শাহজাহান কামালের মৃত্যুর তথ্যটি তার একমাত্র ছেলে ফাহিম কামাল জানান।

এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ফরিদ আহমেদ এবং মাতা মাসুমা খাতুন। তার স্ত্রী ফেরদৌসি কামাল। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।