নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ৭৭ জম্নদিন উপলক্ষে লক্ষ্মীপুর পৌর মেয়র মাসুম ভুঁইয়ার উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা করে।
২৮ ( সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভঁইয়ার বাস ভবনের সামনে থেকে উন্নয়ন যাত্রাটি লক্ষ্মীপুরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
এই সময়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক সাহাদাত হোসেন ভুুঁইয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগরসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন বড় বড় দেশ যেখানে রাষ্ট্র পরিচালনা করতে না পেরে দেউলিয়া হয়ে যাচ্ছে, সেখানে বঙ্গবন্ধু কন্যা বড় বড় মেঘা প্রজেক্ট গুলো বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাঁধা দিতে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকে আমাদের এই উন্নয়ন শোভাযাত্রা। আর এই শোভাযাত্রায় যারা উপস্থিত হয়েছে আমি মনে করি তারা এই প্রজম্নের মুক্তিযোদ্বা।