নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ ঘটিকার সময় পৌরসভার মিলনাতনে এই সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।
সভায় উপস্থিত সকাল কর্মচারী কর্মকর্তা সাথে ভবিষ্যত পরিকল্পনা ও বিগত দিনে পৌরসভার কর্মচারিদের ১১ মাসের বকেয়া বেতন ৬ কোটি ৫০লক্ষ টাকা পরিশোধ করায় এবং অবসরপ্রাপ্ত কর্মচারিদের বকেয়া আনুতোষিক এর ১ কোটি ৫০ লক্ষ্য টাকা পরিশোধ করায় পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ্য থেকে শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্তরিকতার সাথে পৌরসভার সকল সেবা প্রদান করবেন বলে কথা দেন। উপস্থিত কর্মকর্ত, ও কর্মচারী বৃন্দ।এই সময় আরও উস্থিত ছিলেন প্রকৌশলী জুলফিকার আলী, সামছুল আলমসহ পৌর সভার কর্মচারী ও কর্মকতা বৃন্দগণ প্রমুখ।