নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু বলেন,প্রধানমত্রীর ত্রান ভান্ডার থেকে কেউ একটি টাকা ও এনে দিতে পারে নাই,আমি ইনশাল্লাহ কয়েক কোটি এনে অসচ্ছ নেতা কর্মীদের মাঝে দিয়েছি , আমি আপনাদেরকে ভালোবাসি,আপনাদের কাছে আছি,আমি থাকবো। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচেন নমিনেশন পেলেও আপনাদের সাথে থাকবো না পেলে ও থাকবো,আমি কি পাইলাম কি পাইলাম না আমার নেতাকর্মীরা আমাকে ভালোবাসে এর চেয়ে বেশি পাওয়ার আমার আর কিছুই নাই।
রবিবার ( ২৮ সেপ্টেম্বর ) বেলা ২ টায় লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশনে লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের জরুরী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমি মনে করি আপনারা আমার একজন সৈনিক, একজন নেতাকর্মী। আপনাদের দূরসময়ে আমি ছিলাম আপনাদের পাশে, আমি যদি নমিনেশন পাই আপনারা আমার জন্য কাজ করবেন, আমার যা কিছু আছে আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমি কখনো কমীদের সাথে বেইমানি করি নাই। আমি বেইমানি করবো না।আমি মিথ্যে কথা বলে কারো থেকে কখনো ১০ টাকা নি নাই, আমি বিভিন্ন থানায় কমিটি দিয়েছি ইনশাআল্লাহ কেউ বলতে পারবে না আমি ১০ টাকা কারো থেকে নিয়েছি। আমার ৩০-৩৫ লাখ টাকা মাসে ইনকাম ছিল আজ রাজনীতিতে এসে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আজকে ১০ লাখ টাকা বাড়ি ভাডা পাই সেখান থেকে ৫ লাখ টাকা প্রতি মাসে দিয়ে যাই। আমি দলের পিছনে খরচ করি। আমার নিজের টাকা দিয়ে আমি রাজনীতি করি। আমি মুনাফিকি শিখি নাই, মুনাফিকি করি নাই।সংগঠনকে শক্তিশালি করতে হবে।
জরুরী সভায় এই সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী সবাপতিত্বে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন মোঃ বাবর সহ, আওয়ামীলীগ নেতা ফরিদা ইয়াসমিন লিকা,শাহাজান কামাল, মুনসুরর আহম্মেদ, ছবিরর আহাম্মেদ,মহি উদ্দিন বকুলহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ।