শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের জন্য বিশষ দোয়ার আয়োজন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র   লক্ষ্মীপুরে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে যুবলীগ নেতার খাবার বিতরণ করেন লক্ষ্মীপুরে শ্রমজীবী কর্মহীন ও পথচারিদের মাঝে খাবার বিতরণ করেন পৌর মেয়র দেশব্যাপী জামায়াত,বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ কোটা ব্যবস্থা সংস্কার লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করলেন পারুল এমপি বিনামূল্যে ৮ শতাধিক রোগীর চিকিৎসা সেবা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে-আবু হেনা মোরশেদ

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে  কমিটি বাণিজ্যের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ও ডাকাতি মামলা ও ছাত্রদলের নেতাকে সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটি দেওয়ার কয়েকটি অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির কাছে নালিশ করেছেন জেলা কমিটির কয়েকজন নেতা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি–বাণিজ্যসহ ১১টি অনিয়মের অভিযোগ এনে গতকাল রোববার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খোকন ও মহিলাবিষয়ক সম্পাদক রোমানা ফৌরদাউস। এর আগে ৪ সেপ্টেম্বর ওই কমিটির সহসভাপতি রাশেদ নিজামও একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বলেন, তিন বছরের জন্য জেলা কমিটি করা হয় ২০১৭ সালে। সে কমিটি এখন আট বছর মেয়াদ পার করছে। ১২১ সদস্যের এ কমিটির অধিকাংশ নেতার সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগাযোগ নেই। দলীয় কার্যক্রমে ভাটা থাকলেও কমিটি–বাণিজ্যের বিষয়ে তারা সক্রিয় রয়েছে।

লিখিত অভিযোগ কমিটি বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন অপরাধে অভিযুক্তদের কমিটিতে পদায়নের করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে বলা হয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক করা হয়েছে হাশেম আহম্মদ ওরফে রুপমকে। অথচ তার বিরুদ্ধে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় ইয়াবার মামলা হয়।

সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়ান লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। জানতে চাইলে  রেজাউল করিম রিয়ান বলেন আমি ২০১৪ সালে লোটাস সোহেল কমিটির জেলা ছাত্রলীগে উপ- প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি, আমার ব্যাপারে আনিত অভিযোগ সত্য নয়।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সদস্যসচিব শহিদ চৌকিয়ার কাছ থেকে কমিটি দেওয়ার জন্য দুই লাখ টাকা দাবি করে জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ। তিনি মাহবুবকে এ জন্য দুই লাখ টাকার একটি চেক দেন। পরে এক লাখ টাকা নগদ পরিশোধ করে চেক ফেরত চান। কিন্তু মাহবুব চেক ফেরত না দিয়ে আরও এক লাখ টাকা দাবি করছে।

এ বিষয়ে শহিদ চৌকিয়া বলেছেন, মাহবুব ইমতিয়াজের সঙ্গে চেকের বিষয়টির সমঝোতা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক আহ্বায়ক নুরুল আলম ওরফে বাবলুর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। টাকা না দিলে কমিটি ভেঙে দেবেন বলে হুমকি দেন জেলার নেতারা। এরপর ৬ সেপ্টেম্বর তাদের কমিটি ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে নুরুল আলম বলেন ‘পাঁচ লাখ টাকার জন্য লক্ষ্মীপুর শহরে বাগবাড়ি এলাকায় আমাকে খবর দিয়ে নিয়েছে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করি। এতে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষুব্ধ হন। পরে তারা আমাদের কমিটি ভেঙে দিয়ে বিভিন্ন মামলার আসামিদের দিয়ে কমিটি করেন।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশেদ নিজাম বলেন, মাদকাসক্ত ও দলের নেতা হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে টাকার বিনিময়ে কমিটি গঠন করে নেতা বানানো হয়েছে। ইউনিয়ন কমিটি দিতেও তারা বাণিজ্য করে। এটি রাজনীতির জন্য চরম লজ্জাজনক। দলকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এ জন্য বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে।

সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ বলেন, ‘টাকা দিয়ে কমিটি গঠন করা হয়েছে, এটা যদি কেউ প্রমাণ দিতে পারে, তবে সব দায় আমরা নেব এবং দলথেকে আমি স্বেচ্ছা পদত্যাগ করবো। তাছাড়া সবকটি কমিটি কেন্দ্রের নির্দেশে করা হয়েছে। বাণিজ্যের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনে ত্কে পাওয়া যাইনাই।,

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক বলেন,চন্দ্রগঞ্জ থানা পূর্বের কমিটির কোন অপরাধ ছাড়া  নতুন কমিটি দেওয়ার যুক্তি কি ছিল। পূর্বের কমিটির অপরাধ কি ছিল। সকলে বলতে শুনেছি বর্তমানে স্বেচ্ছসেবক লীগের কমিটিতে স্থান পেয়েছেন, তারা বিতর্কিত। ছাত্রদলের সম্পাদকীয় পদধারীদের থানার নেতা বানিয়েছ। অনেকের বিরুদ্ধে টাকার বিনিয়ময়ে দলের বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচন করা, মাদক সেবনসহ নানা অভিযোগ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102