বিএম সাগর লক্ষ্মীপুর : বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, আওয়ামিলীগ দেশের প্রাচীনতম দল বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগের নেতৃত্বে হয়েছে।
শনিবার ২৬ আগষ্ট সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,আওয়ামীলীগ নিয়ম তান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে আওয়ামীলীগ নির্বাচন মুখী দল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। ২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছিলেন ২০২১ সালের মধ্যে এ দেশকে মধ্যম আয়ের দেশ এবং ডিজিটাল বাংলাদেশ করবেন তা আমরা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতি এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশর প্রাথমিক ৪টা স্তম্ভ। আমরা যে ডিজিটাল বাংলাদেশ করেছি তাকে প্ররি¯্রতি আরো মার্জিত আরো উন্নত করে আমরা স্মার্ট হবো স্মার্টলি সব কাজ করবো। তাই আমাদের প্রত্যকটি দলীয় কার্যালয়ে আমরা স্মার্ট কর্ণার চালু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সি,এফ,আই আবু বক্কর ছিদ্দিক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে শহরের টাউন হল মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় ও দোয়া মাহফিলে যোগ দেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।