নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রাংকনসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসন, পুলিশ প্রাশাসন, জেলা আওয়ামী লীগ, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিতেত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার তারেক বিন রশিদ (পিপিএম) জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইয়া
এদিকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরবাসীর জন্য গণভোজের আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ । এর আগে সকালে পৌর মেয়রের উদ্যোগে কোরআন খতম এবং সেচ্ছায় রক্তদান, আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।