নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং হাজিরপাড়া ইউনিয়নে ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগষ্ট সকল শহীদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম , দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
সোমবার (১৪ আগষ্ট) বেলা ১২ টাই মিরপুর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন , লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, এড. জসিম উদ্দিন পিপি,জেলা আওয়ামীলীগের নেতা রাসেল মাহমুদ মান্না।বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মিরপুর স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাহাব উদ্দীন, লক্ষ্মীপুর সাবেক ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম বুলু।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে জিয়াউর রহমানের নির্দেশে ১৫ ই আগষ্ট নির্মম ভাবে গণহত্যা করা হয়েছে, বিএনপি বিভিন্ন সময়ে জঙ্গি হত্যা চালিয়েছে,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্ট সকল শহীদের জন্য দোয়া করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হারানোর শোককে আমরা শক্তিতে রুপান্তর করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন দিঘলি ৯নং ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ মাহমুদ বাকি,ভবানী গঞ্জ ইউনিয়ন আওয়ামীলীেেগ সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপন,চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়াক মোঃ আজগর হোসেন, দিঘলির প্যানেল চেয়্যারম্যান সোহেল রানা সহ ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।