নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডস্থ সড়ক ও জনপদ বিভাগের এবং ফয়সাল আহাম্মদের মালিকানা জমি অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে শাওন দাস, মিতু দাস অনিমা দাসের বিরুদ্ধে।
শনিবার (১৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, দখলদাররা জোর পূর্বক তিনটি সাইড ওয়াল দোকান ঘর নির্মানের কাজ শুরু করে দিয়েছে। অবিযোগ কারি ফয়সাল আহাম্মদ বলেন , এই জমি আমার এবং সড়ক ও জনপদ বিভাগের, রাস্তা প্রসস্থ করার কারনে আমি আমার দোকান ঘর ভেঙে ফেলেছি এই সুযোগে তারা জোর পূর্বক দোকান – ঘর নির্মানের কাজ শুরু করেছে, তাদের বাঁধা দিলে আমার গায়ের দিকে তেড়ে আসে মারার জন্য , আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে।আমি লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ করেছি, প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আমার জমি ফেরত চাই এবং তারা আমাকে এইভাবে হয়রানি করার জন্য তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
অপরদিকে দখলদাররা বলে, এই জমি আমাদের পিতার সম্পত্তি, এই জমি আমাদের থেকে কেউ নিতে পারবে না, আমাদের কাগজ পত্র সব ঠিক সড়ক ও জনপদ বিভাগ থেকেও আমাদের অনুমোদন আছে।
এই সম্পর্কে লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, গটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে কাজ বন্ধ রাকা হয়েছে অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।