নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর জেলার নাবাগত পুলিশ সুপার মো: তারেক বিন রশিদ (পিপিএম)। মঙ্গলবার (১ আগস্ট দুপুর ১২ টার সময় জেলার পুলিশ লাইনস,ড্রিলশেডে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়ন্ত্রণ, উন্নয়ন, মাদক ইভটিজিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। নবাগত পুলিশ সুপার মোঃ তারেকে বিন রশিদ পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারন সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সাবেক সভাপতি কামাল হাওলাদার। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ও সি ডিবি মোঃ শাহাদাত হোসেন টিটো, সদর মডেল থানার আফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন,আরআই (পুলিশ লাইন্স) মোঃ আব্দুস সামাদসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। নবাগত পুলিশ সুপার বলেন,আমাদের কাজ হলো জনগণের জান-মালের নিরাপত্বা বিধান করা । সন্ত্রাস, জঙ্গীবাদ, দূষকৃতিকারী এবং যারা জনগণের জানমালের ক্ষতি করতে চাই তারাই আমাদের শুত্রু ,পুলিশ সুপার বলেন কথায় নয় কাজে বিশ্বাস করেন তিনি। এসময় স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি ও দেন তিনি। নিজেদের মধ্য কোন দূর্নীতি অনিয়ম থাকলে তা জিরো টলারেন্সে নিয়ে আসার ঘোষণা দিয়ে নাবাগত পুলিশ সুপার মো: তারেক বিন রশিদ, সব সময় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিদের প্রতি আহবান জানান।