নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পুলিশ লাইন্স জামে মসজিদ এর মিনারের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিলেন গ্রীন লক্ষ্মীপুর নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন। ২৫ জুলাই মঙ্গলবার সদ্য বিদায়ী পুলিশ সুপার মাহফুজ্জান আশরাফকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করার সময় এই কথা বলেন গ্রীন লক্ষ্মীপুরের প্রতিষ্ঠাতা সভপতি আব্দুর রহমান বিপ্লব।
বিদায়ী সম্মাননা ক্রেস প্রদান করার সময় উপস্থিত ছিলেন গ্রীন লক্ষ্মীপুরের প্রতিষ্ঠাতা সভপতি আব্দুর রহমান বিপ্লব,সাধারন সম্পাদক আরিফ হোসেন, গ্রীন লক্ষ্মীপুরের উপদ্রেষ্ঠা বিএম সাগর, এড. নিজাম উদ্দিন মাহমুদ, গ্রীন লক্ষ্মীপুরের সদর উপজেলা সাধারন সম্পাদক মাহবুব সুফি, সংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে এক আলাপ চারিতা গ্রীন লক্ষ্মীপুরের প্রতিষ্ঠাতা সভপতি আব্দুর রহমান বিপ্লব,সাধারন সম্পাদক আরিফ হোসেন সাংবদিকদের বলেন,পুলিশ সুপারের বিদায় বেলায় আমাদের স্বেচ্ছা সেবী সংগঠন গ্রীন লক্ষ্মীপুরের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করি , সাথে সাথে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মসজিদের মিনারের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব গ্রহন করি , এবং সল্প সময়ের মধ্যে তা শেষ করবে বলে পুলিশ সুপারকে আশ্বাস প্রধান করি।
এসময় পুলিশ সুপার আনন্দিত হয়ে সভপতি আব্দুর রহমান বিপ্লবকে জড়িয়ে ধরে তার উজজল ভবিষ্যত কামনা করেন । বিপ্লব আরও বলেন আমাদের স্বেচ্ছা সেবী সংগঠন গ্রীন লক্ষ্মীপুর মানুষের কল্যাণে কাজ করে। আমারা বিগত দিনে দেশে মহামারি করোনার সময় অসহায় মানুষের পাশে দাড়িয়ে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের সাহায্যের হাত থেকে বাদপড়ে নাই মসজিদের ইমাম মোয়াজ্জেন,অসহায়,শারিকি প্রতিবন্ধি, দৃষ্টি প্রতবিন্ধিসহ সকলকে আমরা সাধ্য পরিমান সাহায্য সহযোগিতা করে আসছি। এখনো তা চলমান রয়েছে। যেখানে অসহায় দুস্থ পরিবার আছে সেখানে গ্রীন লক্ষ্মীপুর স্বেচ্ছা সেবী সংগঠন আছে আপনার পাশে।