তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নিজেদের মতো করে শান্তিশৃঙ্খলার সাথে নিজের কর্মসূচি বাস্তবায়ন করে ফিরে আসে। আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটেনি। কিন্তু লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সজিব হত্যা নিয়ে লক্ষ্মীপুর সরকরি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসীন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের বিরুদ্ধে মিথ্যাচার ও দোষারোপ করছেন। আমরা লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।
রবিবার (২৩ জুলাই) লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বিকাল ৫ টায় ছাত্রলীগ কতৃক প্রতিবাদ মিছিল পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মো: আরমান হোসেন ভুঁইয়া এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রিয়, সহ-সভাপতি রাকিব হোসাইন,সুমন হোসেন রিজভী,যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রিমন সহ আরো নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে পলিটেকনিক ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম প্রিয় বলেন, পুলিশ-প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট করেছে, সজিব পাওনা টাকার জন্য খুন হয়ছেন। কিন্তু এর পরও বিএনপি কতৃক সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের নিয়ে যে মিথ্যাচার করছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা এই মিথ্যাচার মেনে নিবো না। আমরা সদাপ্রস্তুত আছি, জেলা ছাত্রলীগের যে কোন শান্তিপূর্ন কর্মসূচিতে আমরা পলিটেকনিক ছাত্রলীগ অংশগ্রহণ করে এর প্রতিবাদ জানাবো।