নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে অপরিশোধিত পানি বোতল জাত করে বিক্রি অভিযোগে মারিয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কারখানা সিলগালা করেছে লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ।
১৩ জুলাই বৃহস্পতিবার অপরিশোধিত পানি বোতল জাত করে বিক্রি করছে এমন অভিযোগে পৌর শহরের আবিরনগর এলাকায় ১২ ওয়ার্ডে এই অভিযান চালায় লক্ষ্মীপুর পৌর কতৃপক্ষ। অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানাটি খোলা রেখে পালিয়ে যায় মালিক শ্রমিক সকলে।
পরে অ-স্বাস্থ্যকর পরিবেশে এবং অপরিশোধিত পানি বোতল জাত করে বিক্রির অপরাধে কারখানাটি সিলগালা করে দেয় পৌর কতৃপক্ষ।
যানা যায়, দীর্ঘদিন যাবত আবিরনর এলাকায় একটি কারখানা স্থাপন করে খাবার পানি বোতল জাত করে জেলা জুড়ে বিক্রি করে আসছিলো মারিয়া ড্রিংকিং ওয়াটার নামের এই প্রতিষ্ঠান।
তাদের বোতল জাত পানিতে বালি এবং দূর্গন্ধ এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন তিনি বলেন,অপরিশোধিত এবং দূর্গন্ধময় পানি বোতল জাত করে বিক্রি করছে এমন অভিযোগে পৌরসভার পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানাটি থেকে মালিক শ্রমিক সকলে পালিয়ে যায়। পরে অ-স্বাস্থ্যকর পরিবেশে এবং অপরিশোধিত পানি বোতল জাত করে বিক্রির অপরাধে কারখানাটি সিলগালা করা হয়।