নিজস্ব প্রতিনিধি: অনাড়ম্বর অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো লক্ষ্মীপুরের স্থানীয় পত্রিকা দৈনিক হ্যাপী টাইমস। রবিবার (২৫ জুন) লক্ষ্মীপুর পৌরসভার মেয়রের জনতার ঘরে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির পথ চলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হ্যাপী টাইমস এর প্রকাশক ও সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি ও শিক্ষা) মেহের নেগার, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক , লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা বিএমএ সভাপতি আশফাকুর রহমান মামুনসহ পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিরা পত্রিকাটির উত্তারোত্তর সফলতা কামনা করেন ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন পত্রিকাটির গুণগত মান ও প্রকাশিত সংবাদগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করে, পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হায়দায মাসুম ভুঁইয়াকে ধন্যবাদ জানান।