নিজস্ব প্রতিনিধি : ২২ জুন বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ গনি হেড মাষ্টার রোডের একটি মসজিদের মাঝখানে দিয়ে দুর্বৃত্তরা কাটাতারের বেড়া দিয়েছে এমন সংবাদ পেয়ে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ঘটনার স্থলে যাওয়ার খবর পেয়ে দুর্বৃত্তরা কাটা তারের বেড়া অপসারণ করে পালিয়ে যায়।
ঘটনার স্থলে গিয়ে পৌর মেয়র দুর্বৃত্তদের কাউকে না পেয়ে উপস্থিত মুসল্লিদেরকে শান্তনা দিন , এবং যথা সময়ে মসজিদে নামাজ আদায় করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন ভবিষ্যতে পৌরসভার কোন মসজিদ এর জমি অন্যায় ভাবে কেউ দখল করার চেষ্টা করলে তাহাদেরকে আইনের আওতায় এনে বিচার কারা হবে। তিনি আরও বলেন মুসলিম প্রধান এই বাংলাদেশ কোন প্রতিহিংসা করে মসজিদে বেড়া দেওয়াটা এসব কখনোই কাম্য নয়। আশা করি এমন কর্মকান্ড থেকে সবাই বিরত থাকবেন।