নিজস্বক প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার টেন টাউন প্রকল্পের আওতায় পৌরসভার ডাম্পিং ও স্যানিটেশন ব্যাবস্থা ও পিকেল স্লাজ ব্যাবস্থাপনার বর্তমান অবস্থা পরিদর্শন করেন নেপালিয়ান কনসালটেন্ট। বৃহস্পতিবার ২২ জুন পৌরসভার হল রুমে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উস্থিতিতে আলোচনার মধ্যদিয়ে পরিদর্শন করেন নিপালিয়ান কনসালটেন্ট ড. ভুষণ. মি: মোহাসেন, মি: আহারার হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, পরিদর্শন ও আলোচনা শেষে নেপালিয়ান কনসালটেন্ট ডা. ভুষণ বলেন আগামীতে লক্ষ্মীপুর পৌরসভাকে কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান ও ভবিষ্যতে প্রকল্প প্রদানের আশ্বাস দেন তিনি।