নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেলে শহরের এন আহম্মদিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উদ্বোধক ছিলেন- বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান। প্রধান বক্তা ছিলেন- দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর।
জেলা মৎস্যজীবি লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রেজাউল হক মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এসএম নাসির উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক এম এ গফ্ফার কুতুবী, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্মেলন শেষে জেলা মৎস্যজীবি লীগের কমিটি ঘোষণা করা হয়।