নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর হাসপাতাল এর নতুন ভবন হতে শুরু হয়ে হাসপাতালের পুর্ব দিকের ড্রেন ও নালা খাল পর্যন্ত খনন ও পরিষ্কার করার কাজ শুরু। আজ ৫ মে সোমবার সকাল থেকে পৌর সভার উদ্যোগে এই খনন কাজ শুরু করেছেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। সরজমিনে গিয়ে মে পরিদশৃন শেষে মেয়র মাসুম ভুঁইয়া বলেন,সদর হাসপাতালের নতুন ভবনের পূর্ব দিকের ড্রেন ও নালা, খাল পর্যন্ত খনন ও পরিষ্কার করার কাজ শেষে হলে এতে করে সদর হাসপাতালের পাশের রাস্তা জন সাধারণের চলাচলে জন্য বর্ষায় থাকবেনা জলাবদ্ধতা, থাকবেনা কোন দুরগন্ধ, কমে যাবে মশার উৎপাত। নির্বিঘেœ যাতায়াত করতে পারবে পুরো জেলা থেকে আগত রোগী ও দর্শনার্থীরা। এই সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন, পৌর প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনসহ প্রমুখ।