এ ঘটনায় রবিবার (৪ জুন) সমির চন্দ্র দাস বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মুকুট সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুন) ভোর৪টায় আসামীরা দলবদ্ধ হয়ে বাদী সমির চন্দ্র দাস ও মামলার সাক্ষী শাহিনুর বেগম ও মনির হোসেনের মালিক দখলীয় জমিনে দেশীয় অস্ত্র সস্ত্র ও গাছকাটার যন্ত্রপাতি নিয়ে অনধিকার প্রবেশ করে প্রায় সাড়ে ৪’শ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে ৮লক্ষ টাকার ক্ষতি করে। এ সময় আসামীরা ওই নারীকে শ্লীলতাহানি করে এবং নারী সঙ্গে থাকা ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও ১২’শ টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায়। আরো জানাগেছে, জনৈক ডালিমকুমার দাস তার মালিকানা জমি থেকে ৬০ শতাংশ জমি সমির চন্দ্র
দাস ও মো: মনির হোসেনের নিকট বিক্রি করে দখল অর্পণ করে। জমি গ্রহিতারা তাদের খরিদকৃত জমি থেকে ৪শতাংশ জমি শাহিনুর বেগমের নিকট বিক্রি করে দখল প্রজেশন বুঝিয়ে দেয়। শাহীনুর ওই জমিতে একটি ঘর করে বসবাস করে আসছে এর আগে আসামীরা বাদী, ১ ও ২নং সাক্ষীদের খরিদীয় ৬০শতক জমি নিয়ে বিরোধ করলে আসামীদের বিরুদ্ধে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার, এ্যাসিল্যান্ড ও কমলনগর থানার ওসির বরাবর অভিযোগ করে। সে প্রেক্ষিতে সার্ভেয়ার দিয়ে উক্ত জমি পরিমাপ করে। সঠিকতা পেলে বাদী, ১ ও ২নং সাক্ষীদের কে জমি পরিমাপ করে বুঝিয়ে দেয়।
সমিরচন্দ্র দাস বাদী হয়ে মুকুট সহ ১০ জনের নাম উল্লেখ করে ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে ৪৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা আসামীরা হলেন, মুকুট চন্দ্র দাস, ত্রিকুট চন্দ্র দাস, সীমান্ত, সিদ্ধার্থ চন্দ্র দাস, সনজিৎ চন্দ্রদাস, পলিবালা, স্বরস্বতি, মেঘলা, ত্রিমা, কাজলী বালাসহ অজ্ঞাত ৩০/৩৫জন।
স্থানীয়রা জানান, মুকট গংরা বহু লোকজন নিয়ে সমিরদাসগংদের জমিন থেকে ছোট-বড় বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কেটে নিয়ে গেছে।
মামলার বাদী সমিরচন্দ্রদাস জানান, আসামীরা অন্যায় অনধিকারে আমাদের খরিদীয় ৬০শতক জমিনে প্রবেশ করে ৮ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে পিকাপ ভ্যানে করে নিয়ে যায়। আমি ন্যায় বিচারের আশায় আসামীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি।
বাদীর আইনজীবী মো: বেলায়েত হোসেন আরিফ জানান, আসামীরা আমার মোয়াক্কেলের জমিনে বেআইনীভাবে প্রবেশ করে প্রায় সাড়ে ৪’শ গাছ কেটে ক্ষতি করে। হামলা করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া আদেশ দেন।