নিজস্ব প্রতিনিধি: টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে যথাযোগ্যভাবে ”বিশ্ব দুগ্ধ দিবস”- ২০২৩ পালিত হয়েছে । ০১ জুন মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে একই জায়গায় এসে মিলিত হয়।
পরে প্রাণী সম্পদ অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী জেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম এবং শিশু ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা করা হয় ।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এস এম মুশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগ উপ-পরিচালক, জনাব ডাঃ মোঃ আশফাকুর রহমান মামুন।