নিজস্ব প্রতিনিধি: বিএনপির যুগ্ম ”মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে ফ্যাসিস পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নাই, আমরা একটা নির্বাচনের প্রত্যাশা করেছি। প্রত্যাশার জায়গা থেকে সরকারের কাছে দাবিও অনেক। আমরা মনে করছি, যদি এপ্রিল মাসে ভোট হয় তাহলে রোজার মধ্যে আমাদের প্রচারণা সম্ভব নয় তখন পরীক্ষা, ঝড়-তুফান, নানা বাধা। তাই আমরা আশা করেছিলাম রোজার আগেই ভোট হোক। এটা সরকারের বিবেচনায় নেওয়া উচিত।” সোমবার (৯ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা শুনেছি বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন। পত্রপত্রিকায় এসেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। এটা আমাদের জন্য খুশির খবর। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে এমন বৈঠক হলে, জনগণ উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে।”এ্যানি বলেন, “আমরা যে লড়াই করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সকল রাজনৈতিক দল একত্র হয়ে যে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ঐক্য গড়ে তুলেছিলাম—সেটা আরও শক্তিশালী হওয়া দরকার। কারণ, একটি সুদৃঢ় ঐক্য এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রয়োজন। এই সম্ভাব্য বৈঠকটি গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করতে সাহায্য করবে। সামনে একটি নির্বাচন, আর এই নির্বাচন যাতে সুন্দরভাবে না হয়—তার জন্য ফ্যাসিস্টরা ও তাদের মদদদাতারা, পার্শ্ববর্তী দেশের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা বহু কষ্টে আন্দোলন-সংগ্রাম করেছি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য এডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন, জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
সদর উপজেলা (পূর্ব) বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান ও সদর উপজেলা (পূর্ব) যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আদনানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন খালেদ, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসএম আজাদ।


Reporter Name 










