Dhaka , রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক ও নারীকে লাঞ্চিত করার দায়ে, মামলা লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটে,পুলিশ-সাংবাদিক প্রবেশে লাগবে অনুমতি! লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার দুটিই খুব জরুরি-এ্যানী লক্ষ্মীপুরে যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে লক্ষ্মীপুরে আদালত কর্তৃক হেবাকৃত দলিল বাতিল হওয়ায় বাদীকে প্রাণনাশের হুমকি প্রতিবাদ লক্ষ্মীপুরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের  শিশুদের বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক ও নারীকে লাঞ্চিত করার দায়ে, মামলা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৫৪২ Time View

নিজস্ব প্রতিনিধি: হাত বেধে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয় যাহা মূহুর্তে ভাইরালপ,ঘটনাটি ঘটছে পশ্চিম লক্ষ্মীপুর, সদর লক্ষ্মীপুরে, ৩নং দালাল বাজার, ৯ নং ওয়ার্ড , বাবলুর বসত ঘরের সামনে সাংবাদিক বেলাল হোসেন সবুজের ও বাবলুর স্ত্রীর ওপর হামলা করে, স্হানীয় অলিমিয়া, অলিমিয়ার ছেলে সাফু, তুহিন ও শাহিন, অলিমিয়া পুত্রবধু লিপি আক্তার, ফারুক ও ইসমাইল সহ কয়েক জন, জানা যায় অলিমিয়া তাহার ছেলে বাবলু হোসেনকেছোটকালে দত্তক দেয়, বড় হয়ে সে অলিমিয়ার বাড়িতে চলে এসে বিয়ে করে ঘর নির্মাণ করার জায়গা দাবি করলে সে জায়গা দিবেনা বলে ছাপ জানিয়ে দেয় , কিন্তু স্হানীয় কয়েক জন ও সাংবাদিক সবুজের সহযোগিতা নিয়ে সে একটি টিনের ছোট ঘর নির্মাণ করে উক্ত বাড়িতে, এবং কয়েক মাস পূর্বে সে প্রবাসে চলে যায়, বাবলুর স্ত্রী , একমাস পূর্বে একটি টয়লেট নির্মাণ করতে চাইলে অলিমিয়া গংরা বাধা দেয়, বাবলু হোসেন বিষয়টি সাংবাদিক সবুজকে জানায় সবুজ তাৎক্ষণিক আলোচনা সাপেক্ষে টয়লেটটি করিয়ে দেয়, ইহাতে ক্ষোপ পুষতে তাকে অলিমিয়ার পরিবারের লোকজন, গত ২৩ / ০৬/ ১৯ ইং তারিখে অলিমিয়া ও তাহার ছেলে সাফু, মহরম, ইউসুফ সহ কয়েক জনে মিলে সাংবাদিক সবুজের পিতা ও ছোট ভাই তাকবিরের বউয়ের উপর হামলা করে পরে এবিষয়ে তাকবির হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন ২৫/৬/১৯ ইং তারিখ লক্ষ্মীপুর থানা মামলা নং ৫১,জিআর ৩০৯/১৯ সে মামলা কিঋু সমশ পলাতক ছিলেন, দীর্ঘ এতো বছর পরে আবার সে অলিমিয়া সবুজকে লাঞ্চিত করার পরিকল্পনা করে গত ২৭ ইং তারিখ বাবলু৷ হোসেেনের জরুরি প্রয়োজনে সন্ধ্যা ৮, ৩০ টা অলিমিয়ার বাড়িতে যায়, যাওয়ার সাথে সাথে সিনেমা স্টাইলে অলিমিয়া সাফু ও তুহিন , সাহিন সহ কয়েকজন মিলে তাদের হাতপা বেধে এলোপাতাড়ি মারধর করে হাত বেধে বাবুল হোসেনের ঘরে নিয়ে জিম্মি করে বাবুল হোসেন স্ত্রীকে ও কিলঘুষি ও কাপড় চোপড় টানা হিছড়া করে এবং দুজন কে বেধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক হোসেন৷ সহ কয়েক জন তরুন কিশোর গ্যাংকে দিয়ে ভিডি ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় যাহা সাথে সাথে কয়েক লাখ ভিউ হয়ে যায়, পরে সদর থানা পুলিচ এসে তাদের এ জিম্মিদশা থেকে উদ্দার করে ইহাতে সাংবাদিক বেলাল হোসেন সবুজ ও বাবলুর স্ত্রীর মান সম্মান ক্ষুন্ন হয় , যাহা অমানবিক বলে মনে করেন অনেকে, স্হানীয় প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক শফিকুুল ইসলাম বলেন এটি পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিত ভাবে করা হয়েছে যাতে করে সাংবাদিক বেল্লাল হোসেন সবুজ সমাজে মাথা উচু করে দাঁড়াতে না পারেন সে জন্য এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করেন, তিনি এবিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এ বিষয়ে সাংবাদিক সবুজ বাদী হয়ে সিআর ৪৪৩/২৫ মামলা দায়ের করেন , জানা যায় সবুজ জাতীয় দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি , তিনি সম্মানের সহিত দেশ ও জাতীর কল্যানে সবসময় নিয়োজিত ছিলেন, তিনি লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক , দায়িত্বরত বর্তমানে সাংবাদিক বেলাল হোসেন সবুজ মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন,

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি
সিনিয়র সাংবাদিক জহির উদ্দিন বলেন সাংবাদিকের উপর এমন হামলা মেনে নেওয়া যায়না আমরা এই ঘঠনার তিব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। লক্ষ্মীপুর প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি বলেন এই ঘঠনাটির তিব্র নিন্দা জানাচ্ছি এবং এই রকম ঘঠনা আর সংগঠিত হলে আমরা কঠোর আন্দোলনে যাবো। লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বলেন এই মামলার বিষয় সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি বলেন এই ঘঠনাটির তিব্র নিন্দা জানাচ্ছি এবং এই রকম ঘঠনা আর সংগঠিত হলে আমরা কঠোর আন্দোলনে যাবো

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক ও নারীকে লাঞ্চিত করার দায়ে, মামলা

Update Time : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিনিধি: হাত বেধে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয় যাহা মূহুর্তে ভাইরালপ,ঘটনাটি ঘটছে পশ্চিম লক্ষ্মীপুর, সদর লক্ষ্মীপুরে, ৩নং দালাল বাজার, ৯ নং ওয়ার্ড , বাবলুর বসত ঘরের সামনে সাংবাদিক বেলাল হোসেন সবুজের ও বাবলুর স্ত্রীর ওপর হামলা করে, স্হানীয় অলিমিয়া, অলিমিয়ার ছেলে সাফু, তুহিন ও শাহিন, অলিমিয়া পুত্রবধু লিপি আক্তার, ফারুক ও ইসমাইল সহ কয়েক জন, জানা যায় অলিমিয়া তাহার ছেলে বাবলু হোসেনকেছোটকালে দত্তক দেয়, বড় হয়ে সে অলিমিয়ার বাড়িতে চলে এসে বিয়ে করে ঘর নির্মাণ করার জায়গা দাবি করলে সে জায়গা দিবেনা বলে ছাপ জানিয়ে দেয় , কিন্তু স্হানীয় কয়েক জন ও সাংবাদিক সবুজের সহযোগিতা নিয়ে সে একটি টিনের ছোট ঘর নির্মাণ করে উক্ত বাড়িতে, এবং কয়েক মাস পূর্বে সে প্রবাসে চলে যায়, বাবলুর স্ত্রী , একমাস পূর্বে একটি টয়লেট নির্মাণ করতে চাইলে অলিমিয়া গংরা বাধা দেয়, বাবলু হোসেন বিষয়টি সাংবাদিক সবুজকে জানায় সবুজ তাৎক্ষণিক আলোচনা সাপেক্ষে টয়লেটটি করিয়ে দেয়, ইহাতে ক্ষোপ পুষতে তাকে অলিমিয়ার পরিবারের লোকজন, গত ২৩ / ০৬/ ১৯ ইং তারিখে অলিমিয়া ও তাহার ছেলে সাফু, মহরম, ইউসুফ সহ কয়েক জনে মিলে সাংবাদিক সবুজের পিতা ও ছোট ভাই তাকবিরের বউয়ের উপর হামলা করে পরে এবিষয়ে তাকবির হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন ২৫/৬/১৯ ইং তারিখ লক্ষ্মীপুর থানা মামলা নং ৫১,জিআর ৩০৯/১৯ সে মামলা কিঋু সমশ পলাতক ছিলেন, দীর্ঘ এতো বছর পরে আবার সে অলিমিয়া সবুজকে লাঞ্চিত করার পরিকল্পনা করে গত ২৭ ইং তারিখ বাবলু৷ হোসেেনের জরুরি প্রয়োজনে সন্ধ্যা ৮, ৩০ টা অলিমিয়ার বাড়িতে যায়, যাওয়ার সাথে সাথে সিনেমা স্টাইলে অলিমিয়া সাফু ও তুহিন , সাহিন সহ কয়েকজন মিলে তাদের হাতপা বেধে এলোপাতাড়ি মারধর করে হাত বেধে বাবুল হোসেনের ঘরে নিয়ে জিম্মি করে বাবুল হোসেন স্ত্রীকে ও কিলঘুষি ও কাপড় চোপড় টানা হিছড়া করে এবং দুজন কে বেধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক হোসেন৷ সহ কয়েক জন তরুন কিশোর গ্যাংকে দিয়ে ভিডি ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় যাহা সাথে সাথে কয়েক লাখ ভিউ হয়ে যায়, পরে সদর থানা পুলিচ এসে তাদের এ জিম্মিদশা থেকে উদ্দার করে ইহাতে সাংবাদিক বেলাল হোসেন সবুজ ও বাবলুর স্ত্রীর মান সম্মান ক্ষুন্ন হয় , যাহা অমানবিক বলে মনে করেন অনেকে, স্হানীয় প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক শফিকুুল ইসলাম বলেন এটি পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিত ভাবে করা হয়েছে যাতে করে সাংবাদিক বেল্লাল হোসেন সবুজ সমাজে মাথা উচু করে দাঁড়াতে না পারেন সে জন্য এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করেন, তিনি এবিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এ বিষয়ে সাংবাদিক সবুজ বাদী হয়ে সিআর ৪৪৩/২৫ মামলা দায়ের করেন , জানা যায় সবুজ জাতীয় দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি , তিনি সম্মানের সহিত দেশ ও জাতীর কল্যানে সবসময় নিয়োজিত ছিলেন, তিনি লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক , দায়িত্বরত বর্তমানে সাংবাদিক বেলাল হোসেন সবুজ মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন,

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি
সিনিয়র সাংবাদিক জহির উদ্দিন বলেন সাংবাদিকের উপর এমন হামলা মেনে নেওয়া যায়না আমরা এই ঘঠনার তিব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। লক্ষ্মীপুর প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি বলেন এই ঘঠনাটির তিব্র নিন্দা জানাচ্ছি এবং এই রকম ঘঠনা আর সংগঠিত হলে আমরা কঠোর আন্দোলনে যাবো। লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বলেন এই মামলার বিষয় সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি বলেন এই ঘঠনাটির তিব্র নিন্দা জানাচ্ছি এবং এই রকম ঘঠনা আর সংগঠিত হলে আমরা কঠোর আন্দোলনে যাবো