লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার অধিগ্রহণকৃত সম্পত্তি দখল নিয়ে দুই পক্ষের মারামারি এবং হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। রবিবার ২৭ অক্টোবর সকালে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের তমিজ মার্কেট এলাকায়।
জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার মালিকানাধীন পৌর আধুনিক বিপুনি বিতান সংলগ্ন পৌরসভার অধিগ্রহণকৃত জমিতে দোকান ঘর নির্মাণ করে দেলোয়ার হোসেন।
এসময় পার্শ্ববর্তী মার্কেট এর মালিক রুহুল আমিন মাস্টার বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দেলোয়ার তার ছেলে আছাদ এবং অপর পক্ষের রুহুল আমিন তার ভাই ইসমাইল আহত হয়। আহত সকলে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেয়। তারমধ্যে আছাদ এখনো লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
লক্ষ্মীপুর পৌরসভার অধিগ্রহণকৃত সম্পত্তি হলেও উভয়পক্ষ দীর্ঘদিন থেকে সম্পত্তিতে তাদের মালিকানা দাবি করে আসছে। তারই সূত্র ধরে দেলোয়ার এখানে দোকান ঘর নির্মাণ করে এবং রুহুল আমিন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন।
দেলোয়ার হোসেন বলেন, ৪৪ বছর আগে এই সম্পত্তি পৌরসভা অধিগ্রহণ করলেও এখন পর্যন্ত আমাদের পাওনা টাকা পরিশোধ করেনি। তাই খালি থাকা এই জায়গায় আমি একটি দোকান ঘর নির্মাণ করেছি।
কিন্তু রুহুল আমিন জোরপূর্বক এই জায়গা দখল করতে চায়। তাই সকালে দোকান ঘর ভাঙচুরের চেষ্টা করে এই সময় আমাকে এবং আমার ছেলেকে তারা পিটিয়ে আহত করে।
অন্যদিকে রুহুল আমিন মাস্টার বলেন, পৌরসভা অতিক্রম করল এই সম্পত্তিটি আমাদের পৈত্রিক এবং আমার মার্কেটের পাশেই দেলোয়ার জোরপূর্বক এই জায়গায় এসে দোকান ঘর নির্মাণ আমি পৌরসভা কে তা জানাই এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার মার্কেটে ঢুকে আমাকে মারধর এবং দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।
দেলোয়ার এবং রুহুল আমিন মাস্টার লক্ষ্মীপুর পৌর শহরের তমিজ উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা।