কমলনগর প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে বন্যা পরবর্তী সময়ে বিনা উদ্ভাবিত সয়াবিন ও চিনাবাদাম চাষাবাদে উদ্ভুদ্ধ করণ ও সম্প্রসারণে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলার হাজিরহাট ইউনিয়নে আনন্দনগর এলাকায় কৃষক- কৃষাণীদের সচেতনসভা নিয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিনা প্রকল্পের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শাহীন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা নোয়াখালী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপপরিচালক
কৃষিবিদ সোহেল মো: সামছুদ্দিন ফিরোজ।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে হাজিরহাট ইউনিয়নে আনন্দনগর ব্লকে ১৫ জন কৃষককে বিনা প্রকল্পের উন্নত জাতের বীজ ও সার কীটনাশক বিতরণ করেন। বিনামূলয়ের এসব কৃষি উপকরণ পেয়ে বন্যা, জোয়ার ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা খুব খুশি।
এদিকে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কমলনগরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র নোয়াখালীর আয়োজনে অনুষ্ঠানে কৃষক ও স্হানীয় দু’শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।