বিএসম সাগর লক্ষ্মীপুর :বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্তদের বাসস্থানের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রবিবার বিকালে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকায় এই সহায়তা দেওয়া হয়। এদিন ৪ পরিবারকে ১৬ বান্ডেল ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লক্ষ্মীপুরে দায়িত্বরত কর্মকর্তা মেজর জিয়াউদ্দিন আহমদ,এসময় উপস্থিত ছিলেন ল্যাস নায়ক আলমগীর হোসেন ।
সেনাবাহিনী সূত্র জানায়, প্রথম ধাপে ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১৪০ বান্ডেল ঢেউটিন ও প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার কমলনগর উপজেলায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে জেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
উল্লেখ্য, বন্যার্তদের পূনর্বাসনে লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথম ধাপে গত ১৯ সেপ্টেম্বর পৌর শহরের মজুপুর এলাকায় ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১৪০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পরিবারকে সেনাবাহিনীর ধানের চারা সহায়তা দেয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা অব্যাহত রয়েছে।