নিজস্বর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক দলের সদস্যরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন।
এসময় জেলা স্কাউট দলের সদস্যরা তাদের সহায়তা করেন।
এসময় বন্যা পীড়িত শিশু, মহিলা, গর্ভবতী মা, বৃদ্ধসহ সহস্রাধিক রোগীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে চিকিৎসা সেবা গ্রহন করেন।
উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমার উত্তর হামছাদী ইউনিয়নের জনগণ বন্য কবলিত হয়ে জ্বর, সর্দি – কাশি, ড্রায়রিয়াসহ নানান ধরনের রোগে ভুগছেন। তারা দূরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তারা এসে আমার জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছেন।
এসময় প্যানেল চেয়ারম্যান১ ওমর ফারুক, ও অন্যন্য ইউপি সদস্যবৃন্দ,ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ কর্মরত গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।