রামগতি প্রতিনিধি: ৩ সন্তানের জননী নিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতরজী বনযাপন করছেন তাসলিমা বেগম ।
লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর কাদিরা গ্রামের শামীম হাওলাদারের সমাজের ইউনুসের বাড়ির বাসিন্দা তিনি।
সোমবার (১৬) সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা
বন্যাপানিবন্দী জরাজীর্ণ ঘরে বসবাসকারী তাসলিমা বেগমকে ৷ ঘরের ভেতর হাটু পরিমাণ পানি। টিনের চালা দিয়ে দেখা যাচ্ছে উদিত সূর্য। এলোমেলো এদিক সেদিক ছড়ানো ছিটানো রয়েছে ঘরের মালামাল। নেই রান্না করার কোন ব্যবস্থা।
অশ্রুসিক্ত ভাষায় জানান, বন্যার পানি বন্দিজীবন আমার ১৮ দিন ফজুমিয়ার হাট কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছি সেইখান থেকে আমাদের কে পার করে দিয়াছে, এখন আমি তিনটি সন্তান নিয়ে কোথায় যাবো কি করে থাকবো,তাসলিমা আরো বলেন, কেউ কি আছে আমাকে একটি ঘর সাহায্য করবে আমি সন্তানদের কে নিয়ে থাকবো। আমার স্বামী অসুস্থতার কারণে কোন কাজকর্ম করতে পারছেনা,
৩ সন্তান নিয়ে বড়ই কষ্টে আছি। দেখার মত কেউ নেই। ৫/৬ বছর ধরে ঘরের অবস্থা বেহাল, টাকার অভাবে ঠিক করতে পারছিনা। কোন জনপ্রতিনিধি বিগত দিনে সাহায্য সহযোগিতা করেনি বলে জানান তিনি। হতাশা ও আক্ষেপ নিয়ে বিত্তশালীদের কাছে মানবিক সহায়তা চেয়েছেন তাসলিমা বেগম ।