লক্ষ্মীপুরে বন্যার্ত পরিবারের পাশে নেপালের ডিজাস্টার রেসপন্স টিম
সংবাদ দাতার নাম
প্রকাশের সময় :
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
১২
বার পড়া হয়েছে
রামগতি-প্রতিনিধি : বন্যার্ত পরিবারের পাশে খাদ্যসামগ্রী বিতরণ ও পূনর্বাসন নিয়ে নেপালের ডিজাস্টার রেসপন্স টিম। গত ১২ সেপ্টেম্বর থেকে সায়েন্টোলজি ভলান্টিয়ার ইন্টারন্যাশনাল এর আওতাধীন বাংলাদেশ বিজ্ঞানের উপর দুই সপ্তাহ ধরে কাজ করছেন। নেপাল ডিজাস্টার টিম বাংলাদেশ এর দূর্যোগ ব্যবস্থাপনা ইনচার্জ ঋষিরাম গৌতম বলেন আমরা অতন্দ্র ফাউন্ডেশনের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্য দ্রব্যাদি বিতরণ করি। আমরা লক্ষ্মীপুর কমলনগরের চর কাদিরা এলাকায় পুনর্বাসন প্রকল্পে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঘর তৈরি এবং কিছু মসজিদ সংস্কার করে দেওয়ার চেষ্টা করবো। এ সময়ে ডিজাস্টার রেসপন্স টিম এবং অতন্দ্র ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কার্যক্রম প্রসঙ্গে অতন্দ্র ফাউন্ডেশনের ইফতেখার রিদয় বলেন, আমরা যথাসাধ্য বন্যার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদের এসব সামাজিক কার্যক্রম সহায়তা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।