রায়পুর (প্রতিনিধি) :লক্ষীপুর রায়পুরে ৯ সেপ্টেম্বর রোজ সোমবার বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুর শাখার উদ্যোগে কেন্দ্রীয নেতৃবৃন্দগনের আগমনে পথসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রায়পুর উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা সভাপতিত্ব করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী ঢাকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর আমীর নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ ড.শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর ড.রেজাউল করিম ও রুহুল আমিন ভূঁইয়া,আমীর লক্ষ্মীপুর জেলা। এ সময় নেতৃবৃন্দগণ বলেন,শুকুনেরা বাংলাদেশকে আবারো চক্রান্তের বেড়াজালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে জাগ্রত থাকতে হবে এবং প্রশাসনের বিভিন্ন যায়গায় রাষ্ট্রযন্ত্রের পরাজিত শক্তির দোসরা যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোন চক্রান্তকে বাংলাদেশে মাটিতে আর বাস্তবায়ন হতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারবার কারা নির্যাতিত বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি কেন্দ্রীয় জেনারেল ফারুক হোসাইন, মোহাম্মদ নুর নবী, পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামাল হোসেনসহ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইউনিয়ন আগত জামায়েত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও কর্মীগণ।