নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরে অন্য স্থান থেকে মাটি এনে হাঁটুসমান পানিতেই মাটির স্তুপ করে মায়ের মরদেহ দাফন করেছে সন্তানেরা। এবারের বন্যা কতটা ভয়ঙ্কর ও নিষ্ঠুর তা এ ঘটনার মাধ্যমেই ফুটে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন মান্দারী এলাকার গন্ধ্যবপুর গ্রামের ইয়াছিন মৌলোভী খামার বাড়িত দেখা যায় এই চিত্র।
স্বজন ও এলাকাবাসী জানান, মায়ের মৃত্যুর পর যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলাম পারিবারিক কবরস্থানেই। কিন্তু চারিদিকে পানি, মরদেহ দাফন করবো কীভাবে? কোনো উপায় নেই। পরে হাঁটুসমান পানিতে মাটির স্তুপ করে দাফন করা হয়। মৃত হাজী নেছার আহমেদ এর স্ত্রী কে।
পরিবারের সবাই চিন্তা করেই এভাবেই দাফন করার সিদ্ধান্ত নয়।
অন্যদিকে একই ইউনিয়নে বুক সমান বন্যার পানির কারনে নিজস্ব কবরস্থনে দাফন করতে না পারায় পার্শ্ববর্তী এলাকার একটি উঁচু কবরস্থানে নিয়ে মায়ের মরদেহ দাপন করেছে মোক্তার হোসেন নামের এক ব্যাক্তি।