নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রতিদিনে নতুন নতুন এলাকা বন্যার পানি তিব্রতা বেড়ে চলছে মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে খাবার ও বিশুদ্ধ পনির সংকটে ভুগছে পানি বন্দি লাখো মানুষ। ঠিক সে মহুর্তে মধ্যরাতে রান্না করা খাবার নিয়ে পানি বন্দি অসহায় মানুষের মাঝে হাজির হন গ্রীন লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবী কর্মীরা।
প্রতিদিন যখন আঁধার নামে তখনেই রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের মাঝে ছুটে যাচ্ছে গ্রীন লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবীরা তারা বিভিন্ন অশ্রয় কেন্দ্র ও বাসা বাড়িতে পানিবন্দি থাকা মানুষের কাছে রান্না করা কাবার বিতরন করে আসছেন। গ্রীন লক্ষ্মীপুর সংগঠনের সভাপতি,এ আর বিপ্লব বলেন যতদিন এই দূর্য্যগময় বন্যারপনির উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমাদের গ্রীন লক্ষ্মীপুর সংগঠনের পক্ষথেকে রান্না করা খাবার বিতরন অব্যাহত থাকবে । এসময় উপস্থিত ছিলেন, গ্রীন লক্ষ্মীপুর প্রতিষ্ঠাতা সভাপতি,এ আর বিপ্লব, মাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রাব্বি, পৌর সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারন সম্পাদক নিশাদ,পৌর সাংগঠনিক সম্পাদক অপুসহ গ্রীন লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।