নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে জেলা জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।( ১২ আগস্ট) সোমবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী ।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারী ডক্টর মুহাম্মদ রেজাউল করিম সভাপতিত্বে মতবিনিময় ও নৈশভোজে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যা, সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা মো: নাসির উদ্দীন ও এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমীর এডভোকেট আবুল ফারহা নিশান, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, শিবির সভাপতি এমরান পাটোয়ারী ও সেক্রেটারি মো: ফরিদ উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রেসক্লাবে সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলার কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে জামায়াত ইসলামী নেতাদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় ।