কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : নানা সমালোচনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পাল্টা পাল্টি সমাবেশে যততত্র উপস্থিতি দেখা গেলেও নানা বিশৃঙ্খলায় দেখা গেছে সমাবেশ স্হল।
রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতির মো: নিজাম উদ্দিনের নেতৃত্বে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে ও সাধারণ সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজু নেতৃত্বে দলীয় কার্যালয়ে সামনে পৃথকভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, আ’লীগের সহ সভাপতি হাজ্বি মনিরুল হক, শামছুল আলম দুলাল পাটোয়ারী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা মো.রায়হান উদ্দিন ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেলসহ প্রমুখ।
অপরদিকে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজু নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে আর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম, আ’লীগের সহ সভাপতি সফিক উল্লাহ বাংলা নেতা, যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরণ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন রাসেল, আ’লীগের সদস্য আব্দুল আহাদ দিদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সালা উদ্দিন দোলন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, তানজুর রহমান রুবেলসহ প্রমুখ।