মাে: রজাউল করিম সুমন: লক্ষ্মীপুর হলি গালর্সল এন্ড কলেজের উদ্যােগ হলি ফাউন্ডশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে। শনিবার সকাল ও বিকাল দুই দফায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এত বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫’শ শিক্ষার্থী অংশ নেয়।
অভিভাবকরা বলেছেন, এ ধরনের আয়ােজনে শিক্ষার্থীদের মধ্যে যাচাইয় ভূমিকা রাখ। এছাড়া পরীক্ষা ভীতি কমে যায়। তাদের মাঝে প্রতিযাগিতামূলক মনােভাব তৈরি হয় এবং অভিজ্ঞতা সঞ্চার হয়। এ ধরনের আয়াজন প্রতি বছরই হওয়া প্রয়াজন।
লক্ষ্মীপুর হলি গালর্স ল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফসর চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয় প্রতি বছরই আমরা বৃত্তি পরীক্ষার আয়ােজন করে থাকি। এতে ১ম থেকে ৫ম শ্রনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২০১২ সাল থেকে নিয়মিত আমরা বৃত্তি পরীক্ষার আয়াজন করে আসছি। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।